রওশন এরশাদের ময়মনসিংহের বাসভবন সুন্দর মহলকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে মানববন্ধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বেগম রওশন এরশাদের সুন্দর মহল নামক বাসভবনকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা বলেছেন সুন্দর মহলে রেস্টুরেন্ট করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয়। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর টাউন হল বাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। গত ৫ আগস্টের পর রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করে কুটুমবাড়ি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে বাড়িটি ঘিরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন (রেস্টুরেন্ট) হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে। এখন তারা গা বাঁচাতে সুশীলদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়। জানা যায়, দীর্ঘদিন ধরে রওশন এরশাদের পৈতৃক এ বাড়িটি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে সকলের কাছে পরিচিত ।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব মানববন্ধনে বলেন, জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে যাদের অবদান ছিল তাদের একটি অংশ আজকে দালাল মহলের সামনে উপস্থিত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে সবগুলোতেই রওশন এরশাদ সমর্থন জানিয়েছেন শেখ হাসিনাকে। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে। সুন্দর মহলের ভেতরে গিয়ে দেখা যায়, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ও ভেতরে অবস্থিত কেয়ারটেকার থাকার বাসাটিও ভাঙা। সামনে দ্বিতীয় তলার বারান্দায় টানানো হয়েছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সাইনবোর্ড। দেয়াল ভাঙার ইটগুলোর পলেস্তারা খুলে পরিষ্কার করা হয়েছে। সুন্দর মহল লেখাটি এখনো জ্বলজ্বলে থাকলেও সঙ্গে ভবনের বিভিন্ন অংশে ‘দালাল মহল’ লিখে রেখেছে ছাত্র-জনতা। সরকার পতনের দিন ভবনটি ভাঙচুরও করা হয়েছে।

মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানা প্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতি বিজড়িত কবর রয়েছে। অনেকে এখন কারণে অকারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। তাই রওশন এরশাদদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। তার পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবেন। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।###

মতিউল আলম