সন্ত্রাসবিরোধী আইনে অভিযান ৬ ইউপি চেয়ারম্যানসহ ২৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে ত্রিশাল থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম ওরফে টোকাই কামরুল (৪০) কে গ্রেফতার করা হয়।
ঘটনার পরদিন মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিশাল থানার উপ-পরিদর্শক (নিঃ) দেবলাল সরকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৩)। মামলায় ত্রিশাল উপজেলার ছয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের মোট ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
মামলায় নাম উল্লেখকৃত ছয় ইউপি চেয়ারম্যান হলেন: ধানীখোলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মামুনুর রশিদ সোহেল. বইলর ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ্, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন. বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি গোলাম মোহাম্মদ বাদল, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুস মন্ডল.
মোক্ষপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ সভাপতি মোঃ শামছুদ্দিন।
তথ্যমতে, উল্লিখিত ছয়জন চেয়ারম্যানের মধ্যে চারজন নৌকা প্রতীক নিয়ে এবং বাকি দুইজন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, “মডেল মসজিদের সামনের ফাঁকা জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি একত্রিত হয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলমান এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।###