নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

image

You must need to login..!

Description

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষা ৯ মে ২০২৫ তারিখে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৮,৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭,৪৪৬ জন (৮৮.২৩%) এবং ড্রইং পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৮ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট এবং প্রশাসনের বিভিন্ন বিভাগ সহযোগিতা করে।

এ বছর ‘এ’ ইউনিটে ১ লক্ষ ৪২ হাজার পরীক্ষার্থী অংশ নেন এবং আসন সংখ্যা ৮,৬৮১টি। নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৫টি বিভাগে ১,১২৫টি আসনে ভর্তি হবে। ফলাফল প্রকাশিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।