You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ডেস্কঃ ছদ্মবেশ ধারণ করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে গাজীপুরের কাশিমপুর নামা বাজারের একটি কাঠের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল বহনে ব্যবহৃত একটি পিকআপ ও লুন্ঠিত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল সদরের দয়াল আকন্দ ও আব্দুল মালেক।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীর খাগডহর (তালতলা) এলাকায় মেসার্স জামান এন্টারপ্রাইজ (পরিবেশক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড) একটি প্রতিষ্ঠানে গত ২৮ মার্চ মধ্যরাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল তালাবদ্ধ প্রতিষ্ঠানটির পিছনের বাউন্ডারী দেয়ালের উপরের কাটা তারের বেড়া কেটে ভিতরে ডুকে নাইটগাডের হাত-পা ও মুখ বেধে বেদম মারপিট করে। পরে ডাকাতদল নীচতলার কেচি গেইটের তালা ও সিড়ির গেইটের তালা ভেঙ্গে ২য় তলায় উঠে প্রতিষ্ঠানের সুপার ভাইজার লুৎফর রহমানের শয়নকে গিয়ে তার হাত-পা ও মুখ বেধে অমানষিক নির্যাতন করে বিছানায় ফেলে রাখে। পরে ডাকাতদল প্রতিষ্ঠানটির আলমারী ও সিন্ধুকে রাখা ২১ লাখ ৯২ হাজার ৩৮৩ টাকাসহ তিনটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতির ঘটনায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ১২৪, তাং ২৯/৩/২০২১ ইং দায়ের করে। নগরীর ব্যস্ততম এবং শান্তিপূর্ণ এলাকায় বহুল পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউনিলিভারে ডাকাতির ঘটনায় পুলিশ সুপার আহমার উজ্জামান নড়েচড়ে বসেন। ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে ডিবি পুলিশকে নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির চৌকস, দক্ষ ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ ডাকাতি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ একাধিক রাস্তার সিসি টিভির ফুটেজ সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত ধরতে মাঠে নামেন। তথ্য প্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডাকাতদলের একাধিক সদস্যকে সনাক্ত করতে সক্ষম হন।
তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে রবিবার ভোর রাত থেকেই ওসি শাহ কামাল আকন্দ ছদ্মবেশ ধারণ করে একটি টিম সহকারে গাজীপুরে অভিযানে যান। চতুর ডাকাতদল বার বার তাদের অবস্থান পরিবর্তন করে। অবশেষে রবিবার বিকালে গাজীপুরের কাশিমপুর নামা বাজারে একটি কাঠের দোকানের সামনে থেকে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে। ডাকাতদের তথ্যমতে, তাদের কাছ থেকে ডাকাতির মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও পিকআপ থেকে লুণ্ঠিত ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত দুই ডাকাতসহ একটিচক্র দেশের বিভিন্ন এলাকায় নানা কৌশলে বড় বড় প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। গত ২৭ মার্চ দিবাগত রাতে (২৮ মার্চ) ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায় মেসার্স জামান এন্টারপ্রাইজে (পরিবেশক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড) বাউন্ডারী দেয়ালের উপরের কাটা তারের বেড়া কেটে ভিতরে ডুকে নাইটগার্ড ও সুপারভাইজারকে বেধে মারধর করে প্রায় ২২ লাখ টাকা ও তিনটি মোবাইল লুটে নেয়। কোতোয়ালী মডেল থানায় মামলা হলে পুলিশ সুপারের নির্দেশে ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করি। সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদলের কতক সদস্য সনাক্ত হয়। অভিযানকালে বার বার ডাকাতদল তাদের অবস্থান পরিবর্তন করায় এক পর্যায়ে ছদ্মবেশ ধারণ করে রবিবার ভোর থেকে গাজীপুরের কাশিমপুরে অবস্থান নেই। বিকালে কাশিমপুরের নামা বাজার এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদের ডাকাতির সাথে জড়িত থাকা এবং অন্যান্য ডাকাতদের নাম পরিচয় প্রকাশ করেছে। গ্রেফতারকৃত ডাকাত আব্দুল মালেক (মালেক ডাকাত) তার ভাগে পাওয়া ৫০ হাজার টাকা পুলিশের কাছে তুলে দেয় বলেও তিনি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া গ্রেফতারকৃতদের তথ্য পর্যালোচনাসহ ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারসহ লণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে। সোমবার আদালতে পাঠানো হলে তারা স্বিকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।