ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫-২৭ মে ২০২৫ ইং পর্যন্ত দরিরামপুর, ত্রিশালের ঐতিহ্যবাহি নজরুল মঞ্চে উদযাপিত হচ্ছে এই বিশেষ উৎসব চলবে।

গত ২৫ মে ২০২৫, বিকেল ৩টায়, ৩ দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের
সচিব মাহবুবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহাম্মেদ, ময়মনসিংহ পুলিশের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন প্রমুখ।
জেলা ও ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে অনুষ্ঠানের করা হয়।

তিনদিনব্যাপী এ আয়োজনে নজরুল স্মরণ আলোচনা, সংস্কৃতি অনুষ্ঠানে স্থান পায় কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, নজরুল সঙ্গীতের পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবিক বাণী এবং বৈচিত্র্যপূর্ণ সৃষ্টিকর্ম নিয়ে আলোকপাত করেন।

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যপ্রেমী, গবেষক, শিল্পী ও সাধারণ দর্শনার্থীরা ত্রিশালে সমবেত হন। নজরুলের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায়।