স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি“ এই প্রতিপাদ্যে ময়মনসিংহ জেলাতেও তিন দিনব্যাপী ভূমি মেলা গত ২৫ মে’২০২৫ রোববার শুরু হয়েছে। মঙ্গলবার মেলার সমাপ্তি ঘটবে। এর মাঝে মেলা জমে উঠেছে।
রোববার সকাল ১০ টায় ভুমি মেলা উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে‘ স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ,সমাজকর্মী, বিভিন্ন সরকারি–বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবাগ্রহীতা তথা সাধারণ নাগরিকগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
জেলা প্রশাসক ( যুগ্মসচিব) মুফিদুল আলম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন- আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে মেলার প্রধান আকর্ষণসমূহ তুলে ধরেন-সেগুলো হলো– অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই–নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।
এছাড়া মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। সকল নাগরিককে ভূমি মেলা–২০২৫–এ অংশগ্রহণ করে আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) তাহমিনা আক্তার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম বলেন, আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমি মেলায় জেলা প্রশাসনের নির্ধারিত স্টলে এসে গ্রাহকেরা তাদের জমির ই–নামজারির আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকলে কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে পর্চা সরবরাহের ব্যবস্থা থাকবে। একইসাথে আবেদনের তিন দিনের মধ্যে নিষ্পত্তি সাপেক্ষে এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, মৌজা ম্যাপ সরবরাহ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহের টার্গেট থাকবে। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য।
এসময় জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম আরো জানান, যেহেতু ভুমি সংক্রান্ত খাজনা প্রদান এবং ভুমি খারিজের লেনদেন সমুহ অনলাইনে সম্পন্ন হয়। সেহেতু কেউ অহেতুক কারো সাথে কোন টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সমস্যা মনে করেন, আমাদের সাথে সরাসরি যোগযোগ করবেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)লুৎফুন নাহার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,মহানগর জামায়াতের আমির কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রশাসনসহ ১১টি উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ নিজ নিজ উদ্যোগে ‘ভূমি মেলা’ আয়োজন করেছে। মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কাল ২৭ মে বিকাল পর্যন্ত প্রতিটি উপজেলা ভুমি অফিস চত্বরে স্থাপিত বুথে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন।###
মতিউল আলম