ঈশ্বরগঞ্জ হাসপাতালে মোমবাতির আলোয় চলছে চিকিৎসা, রোগীদের দুর্ভোগ

ঈশ্বরগঞ্জ হাসপাতালে মোমবাতির আলোয় চলছে চিকিৎসা, রোগীদের দুর্ভোগ

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা শতশত রোগী ও তাদের স্বজনরা। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কাজ চালাতে হয় মোমবাতির আলো দিয়ে, যা চিকিৎসা সেবার মান ও রোগী নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার রাত ১০.৩০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ফরিদ মিয়া মোটরসাইকেল এক্সিডেন্ট হওয়া ছেলে কে নিয়ে হাসপাতালে যান। তিনি জানান, তখন হাসপাতাল ছিলো পুরোপুরি অন্ধকার। বিদ্যুৎ না থাকায় ভোগান্তুিতে পরতে হয় তাকে। হাসপাতালের জেনারেটরটিও বিকল থাকায় অন্ধকারেরর কারনে অনেক রোগীকে বিপদে পরতে হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সেই আলোতেই তার ছেলে কে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার সাগর চন্দ্র দাস বলেন, বিদ্যুৎ চলে গেলে আমরা অন্ধকারে পড়ে যাই। জেনারেটর থাকলেও অচল হয়ে পড়ে আছে । মোমবাতির আলোতে ঠিকমতো চিকিৎসা দিতে আমাদের অসুবিধা হয়। বিদ্যুৎ না থাকায় ছোটখাটো জরুরি চিকিৎসাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। চোখে-মুখে আলো না পড়ে অনেক সময় রোগ নির্ণয় করাই কঠিন হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন কে বারবার ফোনে কল করেও পাওয়া যায়নি।
আরএমও সুমাইয়া হোসেন লিয়াকেও বারবার কল দেওয়ার পরেও ফোন রিসিভ করেন নাই।

এই বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এর কাছে জানতে চাইলে উনি বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাথে কথা বলে বিষয়টা সিরিয়াস ভাবে নিয়ে কি ভাবে ভালো একটা সমাধান করা যায় এই ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা পর্যায়ের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবাকেন্দ্র হয়েও ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।