স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ সৃষ্ট সর্বগ্রাসী সঙ্কট সফলতার সাথে মোকাবেলা করে দেশ ও জাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন । নিজের জীবনকে বাজি রেখে একাত্তুরে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন , পঁচাত্তুর পরবর্তীকালে তেমন স্বাধীন দেশকে আধিপত্যবাদের আগ্র্রাসনের কবল থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন।
এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা , দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এর আগে তিনি শাহাদৎ বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দুঃস্থ ও অসহায় মানূষের মাঝে খাদ্য সামগ্রী ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেন ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সুর্য বিজয়ী বীর আখ্যায়িত করে তিনি বলেন ক্ষণজন্মা এই বীর ছিলেন অস্থির সময়ের সুস্থির মহানায়ক । জীবনের বাঁকে বাঁকে সফলতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি দেশ ও জাতির জন্য অপরিহার্য হয়েছিলেন। যুদ্ধ ,সংগ্রাম , দেশ গঠন , সংকট মোকাবেলাসহ সার্বিক পটভূমিতে জিয়াউর রহমানকে অনুস্মরণ করতে হবে । তিনি দেশের বিরাজমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন বিএনপিসহ দেশবাসী তীব্র ক্ষোভ ও হতাশার সাথে অন্তর্বর্তী সরকারের কর্মকান্ড পর্যবেক্ষণ করছে । সরকার আসলেই নির্বাচন চায় কী না , জনগণ জানতে চায়। জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে বিএনপিকে ইংগিত করে তিনি যা বলেছেন তা সত্যের অপলাপ । তাঁর কাছ থেকে জাতি তা আশা করে না । নিবন্ধন বিহীন দুইটি দল ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং রাষ্ট্র শক্তি সমুহ ডিসেম্বরে নির্বাচন চায় । নিবন্ধন বিহীন দলের প্রতি প্রধান উপদেষ্টার এত প্রেম কেন জাতি জানতে চায় ।
নির্বাচণ নিয়ে টালবাহানা জনগণ সহ্য করবে না । তিনি বলেন এদেশের জনগন গণতন্ত্র প্রিয় । নির্বাচন ও গণতন্ত্রের জন্য তারা লড়াই সংগ্রাম করেছে , রক্ত দিয়েছে , জীবন দিয়েছে । তারা দ্রুত নির্বাচন চায়। নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকারের নাম ও চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতার স্বাদ নিতে চাইলে জনগণ মেনে নিবে না । তিনি বলেন জনগণ প্রয়োজনে সোজা আঙ্গুল বাকাও করতে জানে ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , আবদুল কুদ্দুস , হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার , সোলায়মান সরকার, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারুল হাসান সুমন , যুবদল নেতা ফারুক হোসাইন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন বক্তব্য রাখেন ।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে হলুয়াঘাটে শহীদ জিয়ার কর্মময় জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন , জুম্মার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট এর আত্মার মাগফেরাত কামনায় হালুয়াঘাট কাচারী মসজিদে দোয়া মাহফিল, দুপুরে হলুয়াঘাট মহিলা মার্কেট প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় হালুয়াঘাট ইমেক্স হোটেলে পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন ।