স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আগামী ৮ জুন’২০২৫ তারিখ ঈদের পরের দিন সকাল ১০টায় থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া উচ্চ বিদ্যালয় হৃদয়ে-৯৭ ব্যাচের ২৮ বছর পর পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৭ (সাল) ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানটি ঝাকঝমকভাবে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হবে। ঈদুল আযহার পরের দিন অনুষ্ঠান কর্মসুচীর মধ্যে থাকবে সকাল ১০টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পূর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ । তারপর স্কুল ক্যাম্পাস থেকে বর্নাঢ্য র্যলি, বৃক্ষ রোপন কর্মসূচি, খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন, স্কুল স্যারদের সম্মাননা হৃদয়ের ৯৭’বন্ধুদের ক্রেস্ট প্রদান করা হবে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা ও ময়মনসিংহের টেলিভিশনের সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
এসএসসি ১৯৯৭ (সাল) ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক আনোয়ারুল হক মঞ্জু ৯৭’বন্ধুদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ##
মতিউল আলম