ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়কের ওপর দুর্বৃত্তদের হামলা, গুরুতর জখম

ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়কের ওপর দুর্বৃত্তদের হামলা, গুরুতর জখম

BMTV Desk No Comments

ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের এই নেতা।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে মোটরসাইকেল যোগে ধোবাউড়া থেকে কাশিনাথপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন জালাল উদ্দিন। তিনি দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছেলে তার গতিরোধ করেন কয়েকজন দুর্বৃত্তরা । পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জালাল উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই সাথে অপরাধীদের দ্রুত আটক ও বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন তিনি ।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।