স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে আছে । তিনি বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে ।
তিনি গত রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের বনপাড়া কলেজ মাঠে ধুরাইল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনগণ আশা প্রকাশ করে বলেন ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকে জাতি নির্বাচনের বাস্তবসম্মত নতুন টাইমলাইন পাবে । তিনি বলেন, একটি অবাধ ,সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পরে । নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণঅভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে । তিনি বলেন কাউকে সুবিধা দেয়ার জন্য নির্বাচন পিছলে জনগণ মেনে নিবে না । তাতে দেশ ক্ষতিগ্রস্ত হবে । পুরো জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । কৃষক -ক্ষেত মজুর থেকে শিল্পপতি – যার সাথে দেখা বা কথা হয় , বিস্ময়ভরা চোখে তাদের জিজ্ঞাসা , ভোট কবে ? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন দ্রুত নির্বাচন এখন জাতীয় আকাঙ্খায় পরিনত হয়েছে । তিনি বলেন জাতীয় আকাঙ্খা দ্রুত বাস্তবায়নই হবে সরকার ও রাজনৈতিক দলের একমাত্র দায়িত্ব ।\ পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গভীর রাত অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বনপাড়া কলেজ এর প্রিন্সিপাল ডক্টর আহম্মদ আলী মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান , ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন , নাসিরাবাদ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সারওয়ার জাহান ,গোলাম মোস্তফা মাস্টার , এমদাদুল হোক মেম্বার প্র্রমুখ।