শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের নেত্রকোনা থেকে আটক

শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের নেত্রকোনা থেকে আটক

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের নেত্রকোনা থেকে আটক করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে।‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু বক্তা’কে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেদিন মুক্তাঙ্গনে মোদিবিরোধী বিক্ষোভ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। ওই বিক্ষোভে যোগ দেন রফিকুল।