মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ।ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর রোববার (১৫ জুন) সকালে অফিসে এসে চুরির বিষয়টি দেখতে পান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ ও অফিস সহায়ক ইকবাল আহমেদ।
চোর। চক্র একটি ল্যাপটপ , একটি আইপিএস,টোনার (প্রিন্টারের কালি)চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করে জানান ১৫ জুন রবিবার সকালে অফিসে এসে চুরির বিষয়টি দেখতে পাই।
অফিস সহায়ক ইকবাল আহমেদ বলেন,সকালে অফিসে এসে দেখি মূল গেইটের তালা ভাঙ্গা।পরে ভিতরে প্রবেশ করে দেখি বারান্দার দুইপাশের দুটি দরজা খোলা।অফিসের সবকিছু এলোমেলো।উপরে দেওয়া সিলিংয়ের ফাঁক দিয়ে মূলঘরে চোর প্রবেশ করে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাথে কথা বললে তিনি জানান,ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর আজ সকালে অফিসে এসে অফিস সহায়ক
ইকবাল আহমেদ অফিসের মূল গেইটের তালা ভাঙ্গা দেখে বিষয়টি আমাকে অবগত করে।আমি অফিসে এসে দেখি সবকিছু এলোমেলো।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফয়জুর রহমান বলেন,চুরির বিষয়টি আমাকে জানানো হয়েছে।এ বিষয়ে মামলা অথবা সাধারণ ডায়রি করার কাজ চলছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,ঈদের মধ্যে বন্ধ ছিল। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা না থাকায় ইউনিয়ন ভূমি অফিসে ল্যাপটপ থাকার
কথা না। এরপরও বিষয়টি চুরি না অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে। অন্য কর্মচারীর কাছেও জিনিসগুলো থাকতে পারে ।###