লন্ডন বৈঠকে দেশের মানুষ খুশি হলেও জামায়াত ও এনসিপির মন খারাপ -প্রিন্স

লন্ডন বৈঠকে দেশের মানুষ খুশি হলেও জামায়াত ও এনসিপির মন খারাপ -প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স  বলেছেন , লন্ডন বৈঠকে দেশের মানুষ খুশি হলেও জামায়াত ও এনসিপির মন খারাপ ,কারণ নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নেয়ার দিন শেষ হয়ে আসছে তাদের ।
তিনি আজ বুধবার   বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের শের এ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিক এর সঞ্চালনায় প্রবল বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন । প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানূষের পাশাপাশি আদিবাসী নারী পুরুষের উপস্থিতিতে কর্মী সমাবেশ জন সমাবেশে পরিনত হয় । উপস্থিত জনসাধারণ ছাতার নিচে সুশৃংখল ভাবে নেতৃবৃন্দের বক্তব্যও শোনেন । বৃষ্টির মধ্যেও ঘোষগাঁও ইউনিয়নের সকল গ্রাম থেকে বাদ্য বাজনা বাজিয়ে নেতাকর্মীরা শ্লোগান মুখর মিছিল নিয়ে  কর্মী সমাবেশে যোগ দেন ।

কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন , নির্বাচন প্রলম্বিত করে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা লন্ডন বৈঠকের মাধ্যমে ব্যর্থ হয়ে যাওয়ায় তাদের মন খারাপ । নির্বাচনের ঘন্টা বেজে গেছে উল্লেখ করে বলেন নির্বাচন ছাড়া জনগণের অধিকার বাস্তবায়ন হবে না , দেশে স্থিতিশীলতা ফিরে আসবে না । লন্ডন বৈঠকে যাঁদের মন খারাপ হয়েছে তাঁদের উদ্দেশ্যে বলতে চাই , দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে লন্ডন বৈঠকের সুবাতাস শরীরে লাগান , আপনাদের , আমাদের সবার ভালো হবে , জনগণ ফিরে পাবে গণতন্ত্র । চব্বিশের গণঅভুত্থানের আকাঙ্ক্ষা সকলে মিলে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন , সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে ধানের শীষের প্রচারও করতে হবে । নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্হা ও অনিশ্চয়তা কেটে গেছে । ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন , যারা নানা অজুহাতে বিএনপি ঠেকাতে জনগণ তাদের ঠেকিয়ে দিবে । আওয়ামী লীগ বিএনপিকে  নিঃচিহ্ন   করতে গিয়ে নিজেরাই নিচিহ্ন হয়ে গেছে ।##

মতিউল আলম