ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষায় নেওয়া এই কার্যকর উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গুদারাঘাট এলাকায় পরিচালিত হয় এক যৌথ অভিযান। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত হয় এ মোবাইল কোর্ট।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শক্তিশালী মেশিন ও দুটি বড় নৌকা জব্দ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে, অন্যদিকে রাষ্ট্রের রাজস্বেরও বড় ধরনের ক্ষতি করছে।
এই সময়োপযোগী ও সাহসী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।
সচেতন নাগরিক ও বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযান শুধু অবৈধ কর্মকাণ্ড রোধেই নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠায়ও একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। প্রশাসনের এমন ভূমিকা জনস্বার্থে ভবিষ্যতেও জোরালোভাবে বজায় থাকবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে।