ত্রিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী মিনা

ত্রিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী মিনা

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে আবারও কার্যকর ও সাহসী উদ্যোগ নিয়েছে ত্রিশাল থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নির্দেশনায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ত্রিশালের কুখ্যাত ও দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী মিনা বেগমকে।

অভিযানকালে একই স্থানে গ্রেফতার করা হয় মিনার সহযোগী ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের দরিরামপুর এলাকার মৃধাবাড়ী মোড় সংলগ্ন বাইল্লা বাড়ির শাহজাহান (৪৮), পিতা: মৃত ইদ্রিস আলীকে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাহজাহানের বসতবাড়িতে অভিযান চালায়। সুনির্দিষ্ট পরিকল্পনা ও দক্ষ অভিযানে পুলিশ বিপুল পরিমাণ গাঁজাসহ মিনাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

অভিযানে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ নিজে উপস্থিত থেকে তদারকি করেন, যা পুলিশের দায়িত্বশীলতা ও সাহসিকতার স্পষ্ট উদাহরণ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মিনার মতো চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকায় দীর্ঘদিনের আতঙ্কের অবসান হয়েছে। তারা বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ রক্ষা পাবে এবং সমাজ অনেকটাই নিরাপদ হবে।

ওসি মনসুর আহাম্মদ ও তাঁর টিমের এই সাফল্যে এলাকাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের এমন নিরলস ও নির্ভীক পদক্ষেপই পারে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

ত্রিশাল থানা পুলিশের এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদিচ্ছা ও সঠিক নেতৃত্ব পেলে সমাজের যেকোনো অপরাধ নির্মূল করা সম্ভব।

ত্রিশালের সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করেছেন পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং একদিন ত্রিশাল পুরোপুরি মাদকমুক্ত ও নিরাপদ জনপদে রূপ নেবে।
এব্যাপারে ওসি মনসুর আহাম্মদ বলেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মীনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে ত্রিশালকে মাদকমুক্ত করতে পারবো ইনশাল্লাহ।