৬ দফা দাবিতে ত্রিশালে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

৬ দফা দাবিতে ত্রিশালে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ত্রিশাল শাখা।

গতকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান সিরাজের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি নাজমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এটি দুঃখজনক।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।