পিছিয়ে পড়া নারী উন্নয়নে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা

পিছিয়ে পড়া নারী উন্নয়নে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
অসহায় নারীদের সেবা ও সহযোগিতা সমাজের পিছিয়ে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেনতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ‍‌‌অপরাজেয় বাংলাদেশ” এর লক্ষ্য।

বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায় অলকা নদী বাংলা কমপ্লেক্সে ‘অপরাজেয় বাংলাদেশ আয়োজিত সাংবাদিকদের সাথে মতনিমিয় কালে নারীর উন্নয়ন অবহিত করণ সভায় প্রধান অতিথি অপরাজেয় বাংলাদেশ ও পারায়ন প্রকল্পের টিম লিডার, উম্মে কাউসার সুমনা তার বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের কাজ প্রতিবন্ধী, দরিদ্র, অসহায় নারীসহ সকলকে পরামর্শ সহযোগিতা সেবা প্রদান করা। এসময় সভায় ১০ সাংবাদিক নারী ও ৬ জন পুরুষ সাংবাদিক উপস্থিত ছিলেন।
এছাড়া অপরাজেয় বাংলাদেশ ও পারায়ন প্রকল্পের এর সোসাল ওয়ার্কার ফাহমিদা আক্তার খানম, ফিল্ড অফিসার আফিয়া রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম, আজকের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক বাবলী বক্তব্য রাখেন।

অবহিত করণ সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিম লিডার উম্মে কাউসার সুমনা।