নান্দাইলে প্রতিপক্ষের  এক  ঘুষিতে এক ব্যক্তি নিহত

নান্দাইলে প্রতিপক্ষের এক ঘুষিতে এক ব্যক্তি নিহত

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে ইয়াছিন মিয়া (৪২) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ২৫ জুন বুধবার সকাল ১০টার দিকে পাঁচরুখী রাজাবাড়িয়া পূর্ব টিক্কারচর গ্রামের হবির দোকানের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় এক বৃদ্ধার জানাযা’র নামাজে যাওয়ার সময় পাচঁরুখী গ্রামের মতিউর রহমানের পুত্র ইয়াছিন মিয়া (৪২) পাচঁরুখী দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র ক্বওমী মাদ্রাসা পড়ুয়া রায়হান মিয়া (১৬)কে হুজুর সম্মোধন করে জানাযা’য় যেতে বলে। এ নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়ে । এক পর্যায়ে রায়হান মিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালের বামপাশের শিরায় ঘুষি মারে। এতে ইয়াছিন তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত ইয়াছিনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনার পর থেকে রায়হান মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।###