৪৮ দিনের শিক্ষার্থীর কৃষক উদ্ভাবনী প্রকল্পের শিখন ও প্রতিফলন কর্মশালা

৪৮ দিনের শিক্ষার্থীর কৃষক উদ্ভাবনী প্রকল্পের শিখন ও প্রতিফলন কর্মশালা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পে ১০ টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী নিয়ে শিখন ও প্রতিফলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ২৫ জুন উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে ফুলবাড়ীয়া এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিখন ও প্রতিফলন কর্মশালায় এই প্রকল্পের প্রকল্প অফিসার রিমা রেবেকা মূর্মূ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ আনম আতিকুর রহমান বলেন, ওয়ার্ল্ড ভিশনের এমন উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় মাঠের একপাশে পুষ্টি বাগান করে, শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকদের সচেতন করেছেন পুষ্টি সম্মৃদ্ধ বিষমুক্ত খাবার। আমরা ছোট থেকে যা শিক্ষা নিবো তা কিন্তু বড় হওয়ার পরও চলমান থাকে।

শিখন ও প্রতিফলন কর্মশালায় ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পে ১০ টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ধর্মীয় নেতা, উপ সহকারী কৃষি কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ অফিসার, সাংবাদিকসহ সকল অংশীদার গন উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের শিখন ও সাফল্য শেয়ার করে এবং পরামর্শ দেয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে সে বিষয়ে পরামর্শ যেন এর আওতাভুক্ত হতে পারে। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার কথা জানায়।

শিখন ও প্রতিফলন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া এপির ম্যানেজার নম্রতা হাউই, উপজেলা কৃষি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু রায়হান, প্রোগ্রাম অফিসার লিটন মৃ, ফারুক জেংচাম, সোমা চৌধুরী প্রমূখ।