স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতেই নন ইস্যুকে ইস্যু বানানোর পাঁয়তারা করছে ।তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন ।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই বিগত ১৫ বছর আওয়ামী লীগকে বাতাসকারী ও তাদের প্রহসনের নির্বাচনের পার্টনাররা ভোটের সংখ্যানুপতিক আসন ও আগে স্থানীয় সরকার নির্বাচনসহ অপ্রাসঙ্গিক , জনগণের সাথে সম্পর্কহীন এবং গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিষয়ে নিয়ে তর্কযুদ্ধ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে । আধিপত্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী এসব করা হচ্ছে কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে ।
আওয়ামী প্রহসনের নির্বাচনের পার্টনার দলটির নেতা গতকাল ঢাকায় সমাবেশ করে বিএনপির ক্ষমতায় যাবার গ্যারান্টির কথা জানতে চেয়েছেন । বিনয়ের সাথে বলতে চাই , উপরে আল্লাহর ওপর ভরসা ও নীচে জনগণের ওপর আস্থাই বিএনপির সবচেয়ে বড় গ্যারান্টি । যারা জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়েছে তারা জগনের ওপর আস্থার পরিবর্তে কূটকৌশল করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায় । নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রাপ্তি বিষয়ে তারা অবগত । কেউ কেউ বিএনপি থেকে আসন পাওয়ার জন্য বিএনপিকে চাপে রাখতে নিত্য নতুন দাবী করছে । তিনি বলেন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন পাবার পর কিছু দল দিশেহারা । এজন্য নির্বাচন বিলম্বিত ও সুযোগ পেলে নস্যাত করতে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি করা হচ্ছে । কর্মী সমাবেশে তিনি সকলকে সাংগঠনিক পূনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়ে বলেন আশা করি প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠকে রোজার আগে নির্বাচন আয়োজনের ঐকমত্যের কথা ভুলে যান নাই । প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ না হলে বিএনপি ঘরে বসে থাকবে না । রাজপথেই ফয়সালা খুঁজে নিতে হবে । তিনি বলেন অমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চাই । আশা করি তিনি প্রতিশ্রুত সময় আগামী রোজার আগেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
কর্মী সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্কতার সাথে সাংগঠনিক পুর্নগঠন প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন , সাংগঠনিক ভীত অধিকতর শক্তিশালী করে ফসল ঘরে তুলতে হবে ।
সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়্যারেস আলী মামুন বলেন , যড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না । যারা নির্বাচন বানচাল করতে চায় তারা দেশকে ভালোবাসে না , জনগণকে ভয় পায় । সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ নেতা কর্মীদের প্রতি আন্দোলন , সংগ্রাম এবং একই সাথে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন , প্রত্যাশিত সময়ে নির্বাচনের আলামত না পাওয়া গেলে আবার রাজপতে নেমে নির্বাচন আদায় করতে হবে ।
হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম , সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন , আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু , সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন , হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আলী আশরাফ ,কাজী ফরিদ আহমেদ পলাশ , মিজানুর রহমান মিজান , শফিকুর রহমান , মোনায়েম হোসেন খান খোকন প্র্রমুখ ।
এর আগে আজ দুপুরে তিনি ধারা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের মূল ফটকে এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করেন । এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , সদস্য প্রভাষক এমদাদ হোসেন , উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিন , যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন ।