মিয়ানমারে বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশঃ  জোড়া গোল করে কলসিন্দুরের মেয়ে তহুরা  ও শামসুন্নাহার

মিয়ানমারে বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশঃ জোড়া গোল করে কলসিন্দুরের মেয়ে তহুরা ও শামসুন্নাহার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।এই খেলায় জোড়া গোল করেছেন ময়মনসিংহের কলসিন্দুরের  মেয়ে তহুরা্ ও শামসুন্নাহার।  আন্তর্জাতিক  ফুটবল খেলায় তহুরার এই নিয়ে ৫৭ গোল করে রেকর্ড গড়লেন।
আগে দুইবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্যহাতে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৫ ম্যাচের সবগুলো হেরে ২৫ গোল খাওয়া বাংলাদেশ তৃতীয় অংশগ্রহণে পেলো প্রথম জয়। আজ (রোববার) মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে।

রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারায় পিটার বাটলারের শিষ্যরা।
এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২-০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু।
ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।উল্লেখ্য, ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।