চব্বিশের গণ অভ্যুত্থানের আকাংখা ও গণতন্ত্রকে ধারণ করে বলেই সর্বোচ্চটা করছে  বিএনপি — প্রিন্স

চব্বিশের গণ অভ্যুত্থানের আকাংখা ও গণতন্ত্রকে ধারণ করে বলেই সর্বোচ্চটা করছে  বিএনপি — প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , চব্বিশের গণ অভ্যুত্থানের আকাংখা ও গণতন্ত্র কে বিএনপি ধারণ করে বলেই  জাতীয় ঐক্যের  বৃহত্তর স্বার্থে অনেক ছাড় দিয়ে, সর্বোচ্চটা করছে । তিনি আজ দুপুরে ময়মনমসিংহ নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে একথা বলেন।

চব্বিশের গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছত্রিশ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হচ্ছে । ময়মনমসিংহ জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাবের আয়োজনে রক্তদানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , তবে ঐক্যের নামে এমন কিছু বিএনপি করতে পারে না ,যা এদেশের গণমানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি ও রীতি নীতির পরিপন্থি । তিনি বলেন , আওয়ামী ফ্যসিবাদ বিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীরা আমাদের জাতীয় বীর । তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সন্মান দেয়া রাষ্ট্র ও জনগণের দায়িত্ব । জনগণের রায় নিয়ে বিএনপি রাস্ট্র পরিচালনার দায়ীত্ব পেলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীসহ বিগত ১৫ বছরের গুম খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন ।
তিনি বলেন , ভোটের সংখ্যানুপতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের কোনও কোনও মহলের দাবীর কথা উল্লেখ করে বলেন জনগণ সংখ্যানুপতের ভিত্তিতে নয় , জনগণ সরাসরি প্রার্থী , মার্কা,দল দেখে ভোট দিতে চায় । অপ্রাসঙ্গিক, অযৌক্তিক দাবী করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ,জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সকলের প্রতি আহবান জানান । তিনি নেতাকর্মীদের প্রতি বলেন , দেশনেত্রী বেগম খালেদা জিয়া , তারেক রহমান চব্বিশের গণ অভ্যুত্থানের আকাংখা বুকে ধারণ করেন । নেতাকর্মীদেরকেও সেই আকাংখা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে । জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না – এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে । “কী পেলাম “তা চিন্তা না করে দেশ ও জনগণকে “কী দিলাম বা দিতে পারছি “ তা বিবেচনা করে রাজনীতি করতে হবে । তিনি বলেন গণঅভ্যুত্থানের সময় অনেক গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা হাসপাতালে রক্তের ও সূচিকিৎসার অভাবে মারা গেছেন । আওয়ামি চিকিৎসকদের অমানবিক আচরণে সরকারী হাসপাতালে আহতরা বিপর্যস্ত হয়েছে । চিকিৎসক নামের কলঙ্ক । অমরা অমানবিক নয় , সেজন্য প্রতিহিংসা নয় মানবিকতা দিয়ে তাদের দিকে তাকাব । তবে তাদেরকেও সংশোধন হতে হবে ।

জেলা ড্যাবের সভাপতি ডা. বদর উদ্দিন সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সায়েম মনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম , ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু , উত্তর  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , জেলা বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক মুসা শাহিন বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন ।###

মতিউল আলম