স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপি যেন তেন বা পাতানো নয় জনগনের ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচনে চায় । যারা সীটের জন্য অন্য দলের মুখাপেক্ষি , তাদের মুখে পাতানো নির্বাচনের আশঙ্কা শোভা পায় না ।
তিনি গত রাতে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরে ৩ নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কালে এসব কথা বলেন ।
হলুয়াঘাট পৌর শহরে ইমেক্স হোটেল মিলনায়তনে পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ , কাজী ফরিদ আহমেদ পলাশ , যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন , মনিরুজ্জামান স্বাধীন , প্র্রমুখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের প্রতি এলাকার সর্বশ্রেণীর মানুষকে বিএনপির সদস্য করার উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বলেন তবে আওয়ামী দোসর ও সমাজ বিরোধী কাউকে দলে সম্পৃক্ত করা যাবে না । তিনি সতর্কতার সাথে সদস্য নবায়ন ও নতুন অন্তরভুক্তির কার্যক্রম পরিচালোনার পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া , তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা ও তারেক রহমানের একত্রিশ দফা ও ফার্মার্স কার্ড , ফ্যামিলি কার্ড , বেকারভাতা , সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা , নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জনকল্যাণমূলক কর্মসূচী প্রচার করার আহবান জানান । তিনি বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারের বিষয়ে উল্লেখ করে বলেন , তাদের অপ প্রচারে জন সাধারণ যেনো বিভ্রান্ত না হয় সে দিকে দলের কর্মীদের দৃষ্টি রাখতে হবে । তিনি বলেন , কয়েকটি দল নির্বাচন নিয়ে কৌশলের নামে নির্বাচন বিলম্বিত করতে নিত্য নতুন নন ইস্যুকে ইস্যু বানাতে তৎপর । তিনি বলেন নির্বাচন নিয়ে কোনও যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না । যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে ।
এর আগে আজ সকালে তিনি হালুয়াঘাট উপজেলার ইউপি সদস্য ও বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে অগ্রযাত্রা কনভেশন সেন্টারে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন ।