স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে । একটি মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাত করতে চায় । তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায় ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন কয়েকটি দলের নেতা লন্ডনে ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউ টার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্যাত করতে ষড়যন্ত্রে লিপ্ত । তারা নিত্য নতুন ইস্যু সামনে এনে এবং উস্কানি ও উত্তেজনা মুলক বক্তব্যও দিয়ে জটিলতা ও বিভাজনের সৃষ্টি করছে ।
জনগণ ও গণতন্ত্রের প্রতি তাদের যদি আস্থা থাকে , তবে তারা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নির্বাচনের পথে হাঁটবেন । তিনি বলেন নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন । তাদেরকে স্বাগত জনই । জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে । মব করে সংসদ জয় করা যাবে না । তারা নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রমতকারীদেরকে রাজনৈতিক শিস্টাচার বজায় রেখে কথা বলার আহবান জানিয়ে বলেন , ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না । তিনি চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহবান জানান । তিনি বলেন , ১৬ বছর ফ্যসিবাদের নির্মম দমন নিপীড়ণ উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি , আপনারা কেউ কেউ তখন ফ্যসিবাদকে সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন । জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে , কথা বলে । কারোর রক্ত চক্ষু দেখে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে না । বা কারোর উদ্দেশ্যমূলক ও যুক্তিহীন এজেন্ডা মেনে নিবে না । যে পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নেয় , সেই পদ্ধতির প্রমোটকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে । তিনি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি এসকল যড়যন্ত্র মকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন ইসশাআল্লাহ সকল যড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে । সেই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে । তিনি বলেন , বিএনপি নির্বাচিত হবার পর দেশ , গণতন্ত্র ও জনকল্যাণে কী করবে ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান জাতির সামনে তা উপস্থাপন করেছেন । সেসকল কর্মসূচী গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে । নেতাকর্মীদের দায়ীত্ব নিয়ে এ কাজ সুচারু ভাবে পালন করতে হবে । তিনি বলেন , বিএনপি জনকল্যাণে যে কর্মসূচী ঘোষণা করেছে , অন্যদল সেই কর্মসূচি নাই । অন্যদল জনগণকে তুষ্ট করে নয় , নির্বাচনের পথে বাঁধা সৃষ্টি ও বিএনপিকে চাপে রেখে কৌশলে আসন বাগিয়ে নিতে চায় ।
মোতাহার হোসেন তালুকদার বলেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না । নেতাকর্মীদের প্রতি তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে দেশ ও দলের কাজে আত্মনিয়োগ করার আহবান জানান । বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে ।
বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় কর্মীসমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই , আলী আশরাফ , কাজী ফরিদ আহমেদ পলাশ , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , শফিকুর রহমান , মোনায়েম হোসেন খান তালুকদার খোকন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , উপজেলা বিএনপির সদস্য শহীদুল হক খান সুজন ,আবুল কালাম প্র্রমুখ বক্তব্য রাখেন ।
কর্মী সমাবেশের আগে এমরান সালেহ প্রিন্সসহ নেতৃবৃন্দ বিলডোরা ইউনিয়ণের ঔটি গ্রামে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যন মরহুম বিচারপতি টি এইচ খাঁনের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।