মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণী সেনা সদস্য মাহমুদুল হাসান লিংকনের বাড়িতে অবস্থান করে অনশন করছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুরুয়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মাহমুদুল হাসান লিংকন (২২) । সেনাবাহিনীতে চাকরির সুবাদে লিংকন বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছে । ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিগত ৩ বছর ধরে মাহমুদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক । এ সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার অনৈতিক সম্পর্ক স্থাপন করেন মাহমুদুল। এখন বিয়ের কথা বললে অস্বীকৃতি জানাচ্ছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ এনে তরুণী বলেন, “আমি অনেক স্বপ্ন নিয়ে মাহমুদুলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলাম। কিন্তু এখন সে আমাকে অবহেলা করছে। তাই বাধ্য হয়েই তার বাড়িতে অবস্থান নিয়েছি এবং বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।”
এ দিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টি সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে মাহমুদুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন##