মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে অবশেষে নির্মাণ হলো নতুন একটি কাঁচা রাস্তা। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর নিজস্ব অর্থায়নে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে চেঙ্গুয়া খাল সুইচগেট থেকে বাপাইল পর্যন্ত ৩৫০০ ফুট রাস্তা নির্মাণ করে দিয়েছেন। ৯ জুলাই বুধবার বিকেলে এ এফ এম আজিজুল ইসলাম পিকুল নিজেই রাস্তাটির শুভ উদ্বোধন করেন।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের প্রধান সড়কের সুইচগেট থেকে শুরু হয়ে ১ নং সুইচগেটের বাপাইল বিল পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘ দিনের কষ্ট লাগব হবে । ইতিপূর্বে এইদিকে কোনো রাস্তা না থাকায় স্থানীয় কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত।
রাস্তাটির উদ্বোধন উপলক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। রঙিন কাপড় দিয়ে সাজানো হয় প্রবেশদ্বার। স্থানীয় বাসিন্দা শেখ চান সহ আরও অনেকে জানান, এই রাস্তাটি তাদের বহুদিনের স্বপ্ন ছিল। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র পিকুল তাদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসায় তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই রাস্তা হওয়ার কারণে আমাদের জীবনযাত্রা সহজ হবে। এখন কৃষিপণ্য পরিবহন, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা অনেক সহজ হবে।”
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মাস্টারসহ স্থানীয় লোকজন বক্তব্যে রাখেন।###