শফিকুল ইসলাম , ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চেলেরঘাট থেকে চান্দেরটিকি বাজার হয়ে হরিরামপুর নতুন বাজার সড়কের মাঝপথে, গরীব খাঁ বাড়ির সংলগ্ন রউয়া ব্রীজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ব্রীজটির উপরের অংশের কংক্রিট খসে গিয়ে বেরিয়ে এসেছে রডের জংধরা কাঠামো। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ ও যানবাহন।
প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। একইসঙ্গে চলাচল করে ড্রাম ট্রাক, লরি, কভার্ডভ্যানসহ ছোট-বড় সকল প্রকার যানবাহন। কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রীজটির কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এই সড়কটি নতুনভাবে কার্পেটিং করা হলেও গুরুত্বপূর্ণ এই ব্রীজটির কোনো সংস্কার বা পুনঃনির্মাণ করা হয়নি। ফলে মাঝখানের ঝুঁকিপূর্ণ ব্রীজ পুরো সড়ক ব্যবস্থাকেই অকার্যকর করে তুলেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি সংস্কারে সরকারি অর্থ ব্যয় হলেও ব্রীজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতি অবহেলা করায় প্রকল্পটি পুরোপুরি ব্যর্থ হয়েছে।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক মানিক জানান,
১৯৮১ সালে রউয়া ব্রীজ নির্মাণ করা হয়। পরে ১৯৯৯ সালে সাময়িকভাবে সংস্কার করা হলেও এরপর থেকে আর কোনো সংস্কার কাজ হয়নি। বহুবার জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার ফলে দিন দিন দুর্ভোগ বাড়ছে বলে জানান স্থানীয়রা। বৃষ্টির দিনে ব্রীজের ফাটল ও গর্তে পানি জমে পথচারীদের চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। শিক্ষার্থী ও বৃদ্ধদের ক্ষেত্রে এই দুর্ভোগ আরও প্রকট।
এ বিষয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত এই ব্রীজটি পূর্ণাঙ্গভাবে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, আরও কোনো দুর্ঘটনা না ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।