গোপালগঞ্জ ইউএনও গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগঃ সড়ক অবরোধ

গোপালগঞ্জ ইউএনও গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগঃ সড়ক অবরোধ

BMTV Desk No Comments

 বিএমটিভি নিউজঃ
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। বুধবার দুপুরে কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কের বেশ কয়েকটি জায়গায় গাছ কেটে ফেলে এ অবরোধ করা হয়।এতে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়েছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সড়ক উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে।’

বুধবার সকালে সদরের উলপুর ইউনিয়নের খটিয়াগড় গ্ৰামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের জমায়েত হওয়ার কথা জানতে পেরে খাটিয়াগড় গ্ৰামে টহলে যায়। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

এদিকে এর আগে গতকাল রাতে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে জেলার কয়েকটি স্থানে মশাল মিছিল হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ‘১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।’ সূত্র মানবজমিন