ময়মনসিংহ -১ আসনে ইসলামী আন্দোলনেরপ্রার্থী ঘোষণা

ময়মনসিংহ -১ আসনে ইসলামী আন্দোলনেরপ্রার্থী ঘোষণা

BMTV Desk No Comments

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ -১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী মনোনীত করা হয়েছে। দলটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রহুল আমিন নিজের ফেইসবুক একাউন্টে ময়মনসিংহ-১ আসনে অ্যাডভোকেট জিল্লুর রহমান কে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতেউচ্ছৃসিত দলীয় নেতাকর্মীরা। তিনি ইসলামী আন্দোলনের ইসলামী আইনজীবী পরিষদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। এব্যাপারে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন,ময়মনসিংহ-১ আসনটি দুইটি উপজেলা নিয়ে গঠিত। সীমান্ত ঘেষা প্রান্তিক এই উপজেলা দুটিতে জনসাধারনের জীবনমান একেবারেই অনুন্নত। যেখানে বেকারত্বের সমস্যা প্রকট আকার ধারণ করেছে।পিছিয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থা। যা কর্মমুখী ধর্মীয় এবং জাগতিক শিক্ষার মাধ্যমে সুশিক্ষত সমাজ বিনির্মাণ করে ইনসাফ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। রুপান্তর করতে চাই মডেল উপজেলায়।