ত্রিশা‌লে ইসলামী আন্দোলনের বিশাল জনসভা অনুষ্ঠিত

ত্রিশা‌লে ইসলামী আন্দোলনের বিশাল জনসভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ত্রিশালের দরিরামপুর সিএমবি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আয়োজনে এবং ত্রিশাল উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ জনসভা ব্যাপক জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে। ইসলাম বিরোধী গভীর নানা ষড়যন্ত্রে অপতৎপরতা চলছে। এই ইসলামবিরোধী অপতৎপরতা প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা অধ্যাপক ডা. নাসির উদ্দিন, এছাড়াও ময়মনসিংহ ও ত্রিশালের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও আলেমগণ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।
জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। বক্তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থায় সংস্কার এবং রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

LATEST POSTS