ন্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ ২০২৪ জুলাই যোদ্ধাদের সংগঠন (Warriors of July) ওয়ারিয়র অফ জুলাই-এর আহবায়ক আল আমিন ও সদস্য সচিব মেরাজ উদ্দিন শ্রাবণ করে ১৯ সদস্যের ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়েছে।
ওয়ারিয়র অফ জুলাই-এর সংঠনের অন্যান্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল করিম পারবেজ, যুগ্ম আহবায়ক আদ্রিয়ান সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহছিনুল আবরার লিছন, যুগ্ম সদস্য সচিব শেখ সাদী, মুখ্য সংগঠক আবু রায়হান, সংগঠক- সিদ্দিক রায়হান মুরাদ, শামীম মিয়া, সোহেল মিয়া, রাকিব হোসেন, মুখপাত্র সামিউল ইসলাম শান্ত, সহ মুখপাত্র শফিকুল ইসলাম রবিন, সদস্য- মনিরুজ্জামান মনির, বিজয় বড়ুয়া, আনোয়ার হোসেন, শামীম মিয়া, আলামিন মিয়া, সাজ্জাত হোসেন।
২০২৪ জুলাই আন্দোলনে আহত ও ওয়ারিয়র অফ জুলাই-এর সংঠনের আহবায়ক আল আমিনকে বলেন, ফ্যাসিস্ট সরকারকে হঠাতে গিয়ে আমার পা হাত হারাতে হয়েছে। জাতি আমাদেরকে স্মরণে রাখার জন্য আগামীতে আমরা জীবন দিতেও রাজি আছি, ইনকিলাব জিন্দাবাদ। সদস্য সচিব মেরাজ উদ্দিন শ্রাবণ বলেন, দেশের মানুষের জন্য পঙ্গ হয়েছি। প্রয়োজনে জীবন দিব তবু মানুষের অধিকার আদায়ে পিছ পা হব না।