ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫০ টি মসজিদ-মাদ্রাসায় ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব, মাদ্রাসার মুহতামিম এবং সভাপতিগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে ১৫ লাখ টাকার অনুদান সবার হাতে তুলে দেওয়া হয়।
মত বিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ খতীব ও ইমামগণ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শরিফ আহমেদ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু।##