মাইলস্টোন  কলেজের অফিস সহকারীর মৃত্যুঃ এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫

মাইলস্টোন  কলেজের অফিস সহকারীর মৃত্যুঃ এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত ওই অফিস সহকারীর নাম মাসুমা (৩৮)। এই নিয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘মাসুমা নামের আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে জাতীয় বার্নে ১৭ জনের মৃত্যুর হলে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এখানে মোট মৃত্যু ১৮ জনে দাঁড়ালো।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে এই নিয়ে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী।