বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে-প্রিন্স

বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে-প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাস্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে, একত্রিশ দফা সংস্কার কর্মসূচী দিয়েছে , এই স্বপ্ন বাস্তবায়নে ওয়াক আউট নয় , বিএনপি অংগীকারাবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে ।

তিনি মঙ্গলবার বিকেলে ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । এর আগে দুপুরে তিনি ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে ধোবাউড়া উপজেলার ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে উপজেলার তৃণমূলের সমস্যার কথা শোনেন । দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সেক্টর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগ দেয় ।

কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চয়ই স্বাক্ষী গোপাল হয়ে বসে থাকবে না । বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ ও জনপ্রিয় , জনসম্পৃক্ত দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর , টেকসই সংস্কার হতে পারে না । অন্যান্য ছোট ও নিবন্ধন বিহীন দলের সাথে বিএনপিকে তুলনা করা সরকারের উচিত হবে না । তিনি বলেন , বিএনপি বড় দল , বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশী । সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে । কিন্তু অবাস্তব ও ভারসাম্যহীন কোনও কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না । দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে , কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না ।
তিনি বলেন , অনেকে অনেক কথা বলেন , বলতেই পারেন , বাক স্বাধীনতা সবার আছে ।বাস্তব সত্য , বিএনপি আন্দোলনে না থাকলে আওয়ামী ফ্যসিবাদের পতন ঘটতো না । আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও বিএনপির আপোষহীন লাগাতার আন্দোলনে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল । কোটা সংস্কারের ছাত্র অন্দোলনে বিএনপিসহ রাজনৈতিক দলের সমর্থন এবং গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে খুনী সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণের রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় গণ অভ্যুত্থান তথা হাসিনার পতন ত্বরান্বিত হয়ছিলো । তিনি বলেন , যারা ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াক আউটকে কটাক্ষ করে কথা বলেন , তারাই আন্দোলন চলাকালে রাজপথে জনগণ , লাশ, রক্ত রেখে দুইবার আন্দোলন থেকে ওয়াক আউট করেছিল । কিন্তু গুম , খুন , নির্মম , নির্দয় রিমান্ড , দমন, নিপিড়ন উপেক্ষা করে বিএনপি ১৫ বছর আপোষহীন ভাবে লড়াই চালিয়ে গেছে ।

ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে জেলা শ্রমক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানী সুমন , আবদুল কুদ্দুস , আবদুল মোমেন শাহিন , বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ , এম আসাদউল্লাহ আসাদ , সৌমিক হাসান সোহাগ , যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবদুল গনি , দফতর সম্পাদক ফিরোজ নুন , প্রচার সম্পাদক আল আমিন জনি ,প্র্রমুখ বক্তব্য রাখেন । ###

মতিউল আলম