ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের বাসিন্দা ও NPS (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) ত্রিশাল শাখার সহ-সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
৩১ জুলাই এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গ্রামের হারিছা খাতুন বিভিন্ন টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ২০-৪০ লাখ টাকা গ্রহণের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন। ফয়জুর রহমান জানান, এ অভিযোগের কোনো সত্যতা নেই এবং এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে টার্গেট করেছে। হারিছাকে ব্যবহার করে একটি রাজনৈতিক চক্র মিথ্যা নাটক সাজিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা তদন্তাধীন রয়েছে। ফয়জুর রহমান সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।