ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই বিপ্লব উপলক্ষে “নতুন সূর্যোদয়” নাটক মঞ্চস্থ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই বিপ্লব উপলক্ষে “নতুন সূর্যোদয়” নাটক মঞ্চস্থ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্য বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় “নতুন সূর্যোদয়” নাটক মঞ্চস্থ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ আগস্ট সোমবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হয়।


এ নাটকে ৩৬ জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপট, এর লক্ষ্য উদ্দেশ্য করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আল আমীন শাহীনের রচনা ও নির্দেশনায় নাটকে অনিয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, আল আমীন শাহীন, নুসরাত জাহান জেরিন, ফাহিম মুনতাসির শান্ত, মহিবুর রহমান ঈশান, সৈয়দ মারুফ, রাধিকা বসাক, আঁচল সাহা, মুবিন মোঃ জামিল হুদা, মোজতবা রহমান মাফি, লিজা  সরকার, মোঃ তানভীর ইসলাম, মনজুর ইলাহি শান, তাওসীফুল ইসলাম, ফারিয়া তাবাস্ধসঢ়;সুম ইশা, উৎসব বর্ধন,মোঃ জাহাঙ্গীর আলম, হেনা সুলতানা সাফা, খায়রুন্নেসা হীরা, আফসানা আখতার মিম, সিদ্দাত উদ্দিন সিয়াম।নাটকে সহ নির্দেশনায় ছিলেন মোঃ ফজলে কদর স্বাধীন।
নাটকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ভ’ইয়া,এনসিপির আহবায়ক আজিজুর রহমান লিটন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *