ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নবগঠিত উপজেলা ও পৌর কৃষকদের আহ্বায়ক কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। ( ১৩ আগস্ট) বুধবার বেলা ৩ টায় ঈশ্বরগঞ্জ পৌর
অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নবগঠিত কমিটির উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো.রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, এ.কে.এম হারুন অর-রশীদ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো. আলতাব হোসেন আকন্দ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদার,
পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেল,
সালাহউদ্দিন খুররম, আবুল কাশেম শেক্সপিয়ার, মো. নূর নবী, তারেক আজিজ, হযরত আলী, মনিরুল ইসলাম জুয়েল।এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ আগস্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদারের স্বাক্ষরিত চিঠিতে ৭৮ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ৩৭ সদস্যের পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়। উপজেলা কমিটিতে অ্যাডভোকেট মো.রফিক উদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হককে সদস্য সচিব ঘোষণা করা হয়। অপরদিকে পৌর কমিটিতে ওয়াসিম উদ্দিনকে আহ্বায়ক ইব্রাহিম খাঁনকে সদস্য সচিব পদে অনুমোদন করা হয়।