ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ধানখেতের পাশ থেকে রতন চন্দ্র সাহা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন কাঠাঁল ইউনিয়নের নলচিরা গ্রামের মতি লাল সাহার ছেলে এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্কাইনেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ধলাইমান গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশের রেললাইন সংলগ্ন ধানখেতে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শনাক্ত করে।
স্থানীয়রা জানান, রতন প্রতিদিন কর্মস্থলে ট্রেনে যাতায়াত করতেন। বুধবার রাতে বাড়ি ফেরার পথে স্টেশনে নেমে যেতে না পারায় ট্রেনটি ধলাইমান গ্রামে পৌঁছালে লাফিয়ে নামতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এছাড়া, কয়েক মাস আগে জামালপুর জেলার এক মুসলিম তরুণীকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন রতন। তবে পুলিশ বলছে, নওমুসলিম হওয়ার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, সরকারি নথিতে তিনি সনাতন ধর্মাবলম্বী হিসেবেই উল্লেখ রয়েছেন।
ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে দেখা গেছে, গোপন অঙ্গে সুন্নতে খাৎনা করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন।