নির্বাচনকে অর্থবহ ও সফল করতে জনগণ প্রস্তুত -প্রিন্স

নির্বাচনকে অর্থবহ ও সফল করতে জনগণ প্রস্তুত -প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন সম্প্রতি কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের নির্বাচন সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে বলেন , নির্বাচনকে অর্থবহ ও সফল করতে জনগণ প্রস্তুত। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনকে অর্থবহ ও সফল করতে সরকার ও নির্বাচন কমিশনকে জনগণ সকল ধরণের সহযোগীতা করতে প্রস্তুত ।

তিনি আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজারে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা, আর্থিক সহযোগিতা প্রদান এবং শাকুয়াই ইউনিয়ণের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

অনুষ্ঠানে তিনি গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা জানিয়ে সম্মাননা স্মারক , আর্থিক সহযোগিতা প্রদান এবং শাকুয়াই ইউনিয়ণের গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করেন ।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ জুম্মার নামাজের পর শাকুয়াই বাজার জামে মসজিদে এবং সন্ধ্যায় হালুয়াঘাট পৌর শহরের দলীয় কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়ায় অংশ নেন ।

আদর্শ সমাজ কল্যাণ পরিষদের অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন , শান্তিপূর্ণ , অংশ গ্রহনমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে সকল রাজনৈতিক দল একযোগে কাজ করবে । তিনি বলেন , সকল ভোটার স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেবে । তিনি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের প্রতি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন , দেশ বিদেশে পালিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা চক্রান্ত করতে পরে । জনগণকে সাথে নিয়ে এদের প্রতিরোধ করতে হবে ।

অনুষ্ঠানে তিনি বলেন , জিয়া পরিবার বাংলাদেশের জন্য আশীর্বাদ । শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন । বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন । তারেক রহমান আওয়ামী ফ্যসিবাদের পতন ঘটিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন ।

তিনি বলেন ,গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ বেয়ে অমরা এগিয়ে চলেছি , ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্যদিয়ে সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ণ শুরু হবে । তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখছেন , সেই স্বপ্ন শুধু তাঁর নয় , সকল জনগণের । তিনি সকলকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান ।

আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আবুল বাশার মিয়ার সভাপতিত্বে ও কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির , স্বদেশী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাই, ধারা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, শাকুয়াই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শহিদুল হক খান সুজন বক্তব্য রাখেন ।

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *