স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন জনগণের রায়ে বিএনপি আগামী নির্বাচনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে অভিজ্ঞ , যোগ্য ও মেধা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে ।
তিনি আজ শনিবার দুপুরে ময়মনসিংহে জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী স্কুল এসোসিয়েশন (নন এমপিও ) এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে । পাবলিক পরীক্ষায় গণ পাশ , উত্তর পত্রে গণ হারে নাম্বার প্রদান ও জিপিএ ৫ এর বাম্পার ফলনে প্রকৃত মেধা যাচাই সম্ভব ছিলো না । শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষ শিক্ষা কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর হয়ে পড়েছিল । তিনি বলেন , পড়া লেখা নির্ভর শিক্ষা কার্যক্রম শুরু জরুরী হয়ে পড়েছে । তিনি বলেন , চব্বিশের জুলাই অগস্টে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অগ্রণী ও সাহসী ভূমিকা অনস্বীকার্য । গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙক্ষা অনুযায়ী গণতন্ত্রের অভিযাত্রায় সংস্কার চূড়ান্ত হবার পথে , জুলাই ঘোষণা পত্র ঘোষণা করা হয়েছে । আগামী রমজানের আগে নির্বাচনের লক্ষে রোড ম্যাপ ঘোষণা হতে যাচ্ছে । এখন শিক্ষার্থীদের ক্লাস রুমে ফিরিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম জোরদার করা জরুরী । তিনি আগামী নির্বাচন অর্থ বহ ও সফল করতে শিক্ষকদের ভূমিকা কামনা করে বলেন , নির্বাচনকে ব্যার্থ ও প্রশ্ন বিদ্ধ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বার্থান্বেষী মহল দেশ বিদেশ থেকে চক্রান্ত করতে পরে । এ দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন এরকম চক্রান্ত হলে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে । তিনি বলেন , বাংলাদেশের উন্নয়ণ , অগ্রগতি , ভবিষৎ সবকিছুই নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর । অবাধ , নিরপেক্ষ , সুষ্ঠু , প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ নির্বাচনে জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও সকল শ্রেণী পেশার সমস্যা সমাধান করতে হবে ।
বেসরকারী স্কুল এসোসিয়েশন এর চেয়ারম্যন অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও মহাসচিব হযরত আহম্মেদ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন ।###
মতিউল আলম