স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মো. নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ কর্মী শাহীনসহ ৩জনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানান, এঘটনায় শাহীনসহ ৩জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ আগস্ট রাতের এই ঘটনায় রবিবার মধ্যরাতে রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামের একটি ইটভাটা থেকে মাদক সেবনের সময় শাহীন ও তার এক সহযোগীকে বিশেষ অভিযানে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হচ্ছেন, ফয়সাল ও সানি।
এলাকাবাসীর অভিযোগ, শাহীন দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ছত্রছায়ায় একটি কিশোর গ্যাং গড়ে তোলে। মাদক, জুয়া, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ৫ আগস্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে আরও বেপরোয়া হয়ে ওঠে এ চক্র। তারা চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নেয় এবং কিশোরদের নেশায় জড়িয়ে অপরাধে ব্যবহার করে।
শাহীন গংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রাওনা ইউনিয়ন যুবদল নেতা মো.জসিম মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা মামলা চলমান। এছাড়া কিছুদিন আগে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর শ্বশুরবাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানান,এঘটনায় শাহীনসহ ৩জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহীনের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির কিছু নেতার আশ্রয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি বলেন, “স্পর্শকাতর এই ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”###
মতিউল আলম