হালুয়াঘাটে আজিজ খানের স্মরণে শোক সভায় প্রিন্স- বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে প্রস্তুত হউন

হালুয়াঘাটে আজিজ খানের স্মরণে শোক সভায় প্রিন্স- বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে প্রস্তুত হউন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাতীয়তাবাদী রাজনীতির প্রতি নেতা কর্মীদের অনুরক্ত থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন তারেক রহমানের বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আত্ম নিয়োগে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন ।
তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে সদ্য প্রয়াত হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব মরহুম আবদুল আজিজ খাঁনের শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রখছিলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স মরহুম আবদুল আজিজ খাঁনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন , দেশপ্রেম , রাজনীতি , সমাজসেবা , ধর্মীয় চর্চ্চা ও মূল্যবোধ এবং একাগ্রতা, নিষ্ঠা , কমিটমেন্ট ,পরোপকারিতা , মানবিকতা , শ্রদ্ধা , সন্মান , স্নেহ তাঁকে স্মরনীয় করে রাখবে । দল পাগল এই নেতাকে কর্মীরা কখনোও ভুলবেনা ।তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন গোটা বিএনপি পরিবার তাদের পাশে থাকবে ।
অশ্রুসিক্ত নয়নে শোকসভায় এমরান সালেহ প্রিন্স মরহুমের স্মৃতিচারণ করে বলেন , সকল প্রতিকূলতাকে ঠেলে আজিজ খান দলকে প্রধান্য দিয়ে কাজ করেছেন । বিপদে আপদে নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন । তাঁকে হারিয়ে আমি একজন বিশ্বিস্ত আপনজন হারিয়েছি । আওয়ামী ফ্যসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকে সংগঠিত ও এগিয়ে নিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন । বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে আজিজ খান দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন । আমার প্রতিটি কর্মসূচি সফল করতে নিভৃতচারী হয়ে কাজ করেছেন । তাঁর অবদান আমি কখনোও ভুলবনা ।

আজ বেলা ৩ টায় হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি সরকারী মিলনায়তনে (৫০০ আসন )হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও শোক সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।
উল্লেখ্য হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান , গত ১৬ আগস্ট রাতে হলুয়াঘাটে বিএনপির যৌথ সভায় বক্তব্য দানকালে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ হাসপাতালে নেবার পথে ইন্তেকাল করেন ।
তাঁর মৃত্যুতে হালুয়াঘাটে তিন দিনের শোক ঘোষণা করা হয় ।
হবে । আপনারা আমন্ত্রিত । তিন দিনের শোকের শেষ দিনে আজ অনুষ্ঠিত দোয়া ও শোক সভায় কুরআন তেলাওয়াত , হাদিসের বয়ান , হামদ ও নাত পরিবেশন , কবিতা আবৃত্তি, স্মৃতি চরণ , এতিম ও মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও বিশেষ মুনাজাত করা হয় ।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স , সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার , আবদুল আজিজ খাঁনের ছেলে আশরাফুল ইসলাম খান রাফি ,
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ছাত্র দলের সাবেক সহ সভাপতি ইমরান শহিদুল্লাহ , গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক ,ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু , জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল , জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি নাঈমুর আরেফিন পাপন , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান , জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আকবর আলী , বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , উপজেলা তাতী দলের আহবায়ক আকিকুল ইসলাম , উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সেখ সাদির , উপজেলা জাসাস আহবায়ক রাশেদ ইসলাম । বক্তারা কান্নাবিজড়িত কণ্ঠে আবদুল আজিজ খাঁনের স্মৃতির প্রতি সন্মান জানিয়ে বক্তব্য রাখেন ।

কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের এবং দোয়া পরিচালনা করেন বায়তুস সালাম কাচারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান । আবদুল আজিজ খাঁনের স্মরণে কবিতা আবৃত্তি করেন কবি জালাল আহমেদ । বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার ছাত্র ছাত্রীরা কুরআন থেকে তেলাওয়াত ও হামদ – নাত পরিবেশন করেন । অনুষ্ঠানর মরহুমের ভাই , বোন , ছেলে , মেয়েসহ পরিবারের সদস্য ও অন্যান্য আত্মীয় পরিজন এবং বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তি , আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *