ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিএনপির সদস্য হতে পারবে না- ময়মনসিংহে শরীফুল আলম

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিএনপির সদস্য হতে পারবে না- ময়মনসিংহে শরীফুল আলম

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
কেন্দ্রীয় বিএনপির সাংঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন,  ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিএনপির সদস্য হতে পারবে না।তারেক রহমান অনেক দুরে নয় কাছে আছে । তারেক রহমান দেশে আসার পরে অনেক নেতা কর্মী ঝরে যাবে । তারেক রহমান বলছেন, একটি কঠিন নির্বাচন হবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন নয়।
গতকাল শুক্রবার সকালে  ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে  প্রাথমিক  পুরাতন সদস্য পদ  নবায়ন  এবং নতুন সদস্য সংগ্রহ ও  নবায়ন ফরম বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তবে  শরীফুল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে  জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের সাগর সহ সকল শহীদের প্রতি মাগফেরাত  কামনা্ করেন।

দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু । অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকুজ্জামান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় বিএনপির সহ সাংঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ডাঃ মাহবুবুল রহমান লিটন,  অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহবুব আলম, এ বি সিদ্দিকুৃর রহমান, আখতারুল আলম ফারুক, এনামুল হক ভুইয়া, মুহাম্মদ মুর্শেদ আলম, রুহুল আমীন মাসুদ, শহীদুল আলম খসরু,  এড ফাত্তাহ খান  ।  ##

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *