ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৫ দিনে করোনায় ৫ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৫জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনের লাশ সৎকার কমিটি এতথ্য জানায়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের করোনা রোগীর লাশ সৎকার কমিটির সমন্বয়কারী আলী ইউসুফ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নিলু রায় (৫১) নামে এক নারী মারা গেছেন। তাঁর বাড়ী নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাঁচরুখী গ্রামে। তাঁর স্বামীর মৃত সুমন রায়। ময়মনসিংহ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেওয়াটখালীস্থ ময়মনসিংহ মহাশ্মশানে তাঁর সৎকার সম্পন্ন করা হয়েছে ।
গত ১৩ এপ্রিল মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরো ২ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টায় করোনা আক্রান্ত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বাহা উদ্দিন (৭৫)মারা যান । সকালে স্বজনরা তার লাশ দাফনের জন্য  ঈশ্বরগঞ্জ নিয়ে গেছে। এদিকে নগরীর গোহাইলকান্দি ইন্দিরা পাড় এলাকার ব্যবসায়ী আকরাম হোসেন (৪৫) মঙ্গলবার সকালে মারা যান। তার লাশ জানাযা ও দাফন সম্পন্ন করেছেন সিটি করপোরেশন সৎকার কমিটি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরচিালক জাকিউল ইসলাম জানান, গত ৬ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার রাফিজা বেগম (৬০) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়াবেটিস ও হাইপারটশেন রোগে ভুগছিলেন। এছাড়াও, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার অমল সরকার নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। তিনিও কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলা প্রশাসন সুত্র জানায়, এ র্পযন্ত জেলায় করোনায় ৬২ জনের মৃত্যু হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার