ভালুকায় মহাসড়ক থেকে অর্ধশতাধিক অটোরিকশা-সিএনজি জব্দ

ভালুকায় মহাসড়ক থেকে অর্ধশতাধিক অটোরিকশা-সিএনজি জব্দ

BMTV Desk No Comments

ভালুকা প্রতিনিধি:, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহদী মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেল ও সিএনজি-অটোরিকশা আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *