বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

BMTV Desk No Comments

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ এয়াহিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবদীন।

বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ত্রিশাল সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভূট্টো, ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়ালিদ মাস্টার, ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিল মাস্টার, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীমসহ উপজেলা যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Categories
Uncategorized
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *