ত্রিশালে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ত্রিশালে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে রিফাত হাসান (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিফাত মালয়েশিয়া প্রবাসী আকরাম হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর আইসক্রিম খাওয়া নিয়ে রিফাতের মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা তাকে বাসার বারান্দায় আটকে রাখেন। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা বারান্দায় রিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমানের জেরে রিফাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *