প্রশাসনে উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি

প্রশাসনে উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার নতুন করে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের এ পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেয়া হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সময়ে সচিব বা সিনিয়র সচিব নয়জন, গ্রেড-১ পদে একজন এবং অতিরিক্ত সচিব পদে ১৯ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নতুন করে উপসচিব পদে ২৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন এবং অন্য আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত ছয়জনের পদোন্নতির তথ্য জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *