ত্রিশালে রাগামারা-নওপাড়া-হরিরামপুর-সাখুয়া সড়ক বেহাল, সংস্কারের দাবি এলাকাবাসীর

ত্রিশালে রাগামারা-নওপাড়া-হরিরামপুর-সাখুয়া সড়ক বেহাল, সংস্কারের দাবি এলাকাবাসীর

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাগামারা বাজার থেকে নওপাড়া মোড় হয়ে হরিরামপুর ও সাখুয়া পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছে। বর্তমানে সড়কটি জনচলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে যাওয়ায় প্রতিদিন হাজারো যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীরাও চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অন্যদিকে, রামপুর, বালিপাড়া ও গফরগাঁও থেকে আসা মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানগুলো নিয়মিত এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে যানবাহনগুলো প্রায়ই বিকল হয়ে যায়, আর চালকদের পড়তে হয় বিপাকে।
স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে। তাই জনস্বার্থে অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানান তারা।
এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, এলাকাবাসীর কষ্ট আমরা গভীরভাবে উপলব্ধি করছি। ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। জনসাধারণের ভোগান্তি লাঘবের জন্য অচিরেই সড়ক সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছি।
এলাকাবাসী আশা করছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপে এই গুরুত্বপূর্ণ সড়কটি আবারও চলাচল উপযোগী হয়ে উঠবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *